Tuesday, 28 February 2017


A Brief History (Bengali)


জয়নগর মজিলপুর এর উত্তর দুর্গাপুর গ্রামে বিগত দুই শতাধিক বৎসর ধরে অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গা পুজো দুর্গাপুর পশ্চিম বাড়ীর দুর্গা পুজা নামে খ্যাত এই পুজার সুত্রপাত সম্ভবত সপ্তদশ শতাব্দী তে, উত্তর কলকাতার(তৎকালীন সুতানুটি অঞ্চলে) কোন এর প্রাচীন জমিদার বাড়ি তে তৎকালীন সমাজে দুর্গা পুজা কেবল রাজা, জমিদার ও  ব্রাহ্মন দের মধ্যেই আবদ্ধ ছিল, সাধারন মানুষের চণ্ডী মণ্ডপ এর ধারে কাছে যাওয়ার ও অনুমতি থাকতনা
১৬৯৬ খ্রিস্টাব্দে কলকাতা শহর পত্তন এর সময় এই জমিদার বাড়ি ভেঙে রাস্তা তৈরির প্রস্তাব দেওয়া হয় শুরু হয় মামলামোকদ্দমা অবশেষে পলাশির যুদ্ধের সাফল্যের পরে একদিকে যখন শোভাবাজার রাজবাড়ীতে দুর্গা পুজার জৌলসে মেতেছেন রাজা নবকৃষ্ণ দেব, তখন এই জমিদার বাড়ীর দুর্গা পুজার পিদ্দিম নিভু নিভু, সিরাজ উদ দউলা কে সমর্থন এর অপরাধে অবশেষে মামলায় হেরে জমিদারি হারিয়ে দক্ষিন ২৪ পরগণা জেলার সূর্যপুরের নিকট নবগ্রাম নামক একটি গ্রামে শুরু হয় এই দুর্গা পুজা ইতিমধ্যেই গুনানন্দ মতিলাল, দেবি জয় চণ্ডীর স্বপ্নাদেশে জয়নগর গ্রাম পত্তন করেন নবগ্রামের এই বন্দোপাধ্যায় পরিবার চলে আসে জয়নগরের উত্তরাংশের একটি গ্রাম উত্তর দুরগাপুরে প্রথমে খুব কষ্ট করেই পুজয়া শুরু হয় এখানে পরবর্তী কালে ঈশ্বর ক্ষেত্রনাথ বন্দোপাধ্যায় এই পুজার নতুন করে জৌলস ফিরিয়ে আনেন তাই পারিবারিক রীতি অনুযায়ী আজ ও এই পুজা তে, সিংহএর পিঠে ঈশ্বর ক্ষেত্রনাথ বন্দোপাধ্যায় এর নাম লেখা থাকে

কালিকাপুরানক্ত বিধিমতে পালিত হয় এই দুর্গা পুজা নেই কোন রকমের বলি দেওয়ার প্রথা পারিবারিক বিধি মতে এই পুজা তে নবপত্রিকা(কলাবউ) কে গঙ্গা তে স্নান করতে নিয়ে যাওয়া হয়না চণ্ডী মণ্ডপেই স্নান করানো হয় নবপত্রিকার অষ্টমী তে কুমারী পুজা, এই দুর্গা পুজার অন্যতম আকর্ষণ